Site icon Jamuna Television

ধানমন্ডিতে রিকশা চালক কীসের ভিত্তিতে গ্রেফতার— ওসির কাছে ব্যাখ্যা চাইলো সরকার

১৫ আগস্টে শ্রদ্ধা জানাতে যাওয়া রিকশা চালককে কীসের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে, তা জানতে ধানমন্ডি থানার ওসির কাছে ব্যাখ্যা চেয়েছে অন্তর্বর্তী সরকার।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো অন্তর্বর্তীকালীন সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা, তা খতিয়ে দেখার ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

দায়েরকৃত মামলায় রিকশা চালক আজিজুর রহমানের সম্পৃক্ততা তদন্ত সম্পন্ন করার ক্ষেত্রে সম্প্রতি সংশোধিত সিআরপিসির ১৭৩(এ) ধারা মোতাবেক অতিসত্বর প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেয়া হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

/এটিএম

Exit mobile version