Site icon Jamuna Television

একনেকে সাড়ে ৬ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৬ হাজার ৫০৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয় সংবলিত ১০টি প্রকল্প অনুমোদিত হয়েছে। রোববার (১৭ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় এ প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।

সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, জুলাই মাসে এডিপি বাস্তবায়নের হার ১ শতাংশেরও কম। এটি ভালো লক্ষণ নয়।

সভায় ৫১৯ কোটি টাকা ব্যয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, এর জন্য পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নিতে হবে।

এ ছাড়া আরও দুই বছর সময় বাড়ানো হয়েছে ঢাকা ওয়াসার পানি পরিশোধন প্রকল্পের জন্য। ৫,২৪৮ কোটি টাকার এ প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৯৭৩ কোটি টাকা।

পানি সংকট নিরসনের লক্ষ্যে ২০১৪ সালের জানুয়ারিতে শুরু হয়েছিল ‘ঢাকা পরিবেশবান্ধব টেকসই পানি সরবরাহ’ প্রকল্প। ওয়াসার এ প্রকল্পে মেঘনা নদী থেকে পানি এনে নারায়ণগঞ্জের গন্ধর্বপুরে ৫০০ মিলিয়ন লিটার দৈনিক ক্ষমতার বিশাল শোধনাগার নির্মাণ করে রাজধানীতে ২৪ ঘণ্টা পরিশোধিত পানি সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

প্রকল্পটি ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল এবং তৎকালীন ব্যয় নির্ধারণ করা হয়েছিল ৫ হাজার ২৪৮ কোটি টাকা।

/এসআইএন

Exit mobile version