Site icon Jamuna Television

পোষ্য কোটাসহ নানা দাবিতে আজও কর্মবিরতিতে রাবি শিক্ষকরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। তারা বলছেন, পোষ্য কোটাসহ সব ধরনের প্রাতিষ্ঠানিক সুবিধা তাদের ন্যায্য অধিকার।

সোমবার (১৮ আগস্ট) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শুরু হয় কর্মসূচি। চলবে দুপুর ১টা পর্যন্ত। শিক্ষকদের কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে ক্লাস। তবে চালু রয়েছে বিভিন্ন বিভাগের পরীক্ষা।

আন্দোলনকারীরা বলছেন, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সন্তানরা সকল শর্ত মেনেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। ১ শতাংশ নয়, ৫ শতাংশ প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহাল চান তারা।

এর আগে, উপাচার্যের আশ্বাসে আন্দোলন স্থগিত করলেও কোনও কাজ হয়নি বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। আগামীকাল পূর্ণ দিবস ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন তারা।

/এটিএম

Exit mobile version