কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ চাকুরিচ্যুত শিক্ষকদের

|

কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন উখিয়ার বিভিন্ন এনজিও পরিচালিত স্কুল থেকে চাকুরিচ্যুত শিক্ষকরা।

আজ সোমবার (১৮ আগস্ট) সকালে বিভিন্নস্থান থেকে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কে জড়ো হতে শুরু করেন চাকুরিচ্যুত শিক্ষকরা। পরে সড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

শিক্ষকদের অভিযোগ, কিছুদিন আগে তহবিল সংকটের কারণ দেখিয়ে বিভিন্ন এনজিওর ১২৫০ জন শিক্ষককে ছাঁটাই করা হয়। চাকুরিচ্যুতদের পুনর্বহাল নিয়ে বারবার স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা হয়েছে। তবে এখনও কার্যকরী কোনও পদক্ষেপ নেয়া হয়নি। এজন্য তারা আবারও সড়কে নামতে বাধ্য হয়েছেন বলে দাবি বিক্ষোভকারীদের। অপরদিকে, অবরোধের কারণে এ রুটে বন্ধ রয়েছে যানচলাচল।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply