Site icon Jamuna Television

দাবানল মোকাবিলায় আরও ৫শ’ সেনা মোতায়েন করছে স্পেন

স্পেনে গত সপ্তাহে শুরু হওয়া তাপদাহের মধ্যে দেশজুড়ে ২০টি বড় দাবানল মোকাবিলায় সহায়তার জন্য আরও ৫শ’ জন সৈন্য মোতায়েন করেছে মিলিটারি এমার্জেন্সি ইউনিট।

স্থানীয় সময় রোববার (১৭ আগস্ট) সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, ‘আগামী দিনগুলোও চ্যালেঞ্জপূর্ণ থাকবে এবং দুর্ভাগ্যবশত আবহাওয়া আমাদের পক্ষেই নেই।’

তিনি আরও বলেন, দাবানল মোকাবিলায় মোতায়েনকৃত মোট সৈন্যের সংখ্যা এখন ১,৯০০।

গালিসিয়ার আঞ্চলিক সরকারের প্রধান আলফনসো রুয়েদা জানান, শুধু গালিসিয়াতেই ১২টি বড় দাবানল চলছে, সবগুলোই ওরেন্স শহরের নিকটে। বলেন, বাড়িগুলো এখনো ঝুঁকির মধ্যে আছে, তাই লকডাউন এবং বাসিন্ধাদের সরিয়ে নেয়ার কাজ চালানো হচ্ছে।

রাষ্ট্র কর্তৃপক্ষ ইউরোপের অন্যান্য দেশ থেকে প্রতিশ্রুত বিমান সহায়তার জন্য অপেক্ষা করছে। জাতীয় রেল অপারেটর রেনফে রোববার (১৭ আগস্ট) মাদ্রিদ-গালিসিয়া হাই-স্পিড ট্রেন পরিষেবা স্থগিত করেছে। স্থানীয় কর্তৃপক্ষ মানুষকে মুখোশ পরার এবং বাইরে সময় সীমিত করার পরামর্শ দিয়েছে যাতে ধোঁয়া ও ছাই শ্বাসে না যায়।

দক্ষিণ ইউরোপে এই মৌসুমের দাবানল গত দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহের মধ্যে একটি; স্পেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে। গত সপ্তাহে দাবানলে তিনজনের মৃত্যু হয়েছে এবং ১,১৫০ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে। প্রতিবেশী পর্তুগালেও ব্যাপক আগুন নিয়ন্ত্রণে লড়াই চলছে।

স্পেনের আবহাওয়া সংস্থা এএমইটি জানিয়েছে, রোববার (১৭ আগস্ট) কিছু এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস (১১৩ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত পৌঁছাবে। জরুরি সেবা বিভাগের পরিচালক ভার্জিনিয়া বারকোনেস স্প্যানিশ পাবলিক টিভিকে বলেছেন, মঙ্গলবার (১৯ আগস্ট) থেকে তাপমাত্রা কমতে পারে, তবে আপাতত আবহাওয়া ‘খুবই প্রতিকূল’।

ইউরোপে ১৯৮০-এর দশক থেকে বৈশ্বিক গড়ের তুলনায় তাপমাত্রা দ্বিগুণ হারে বাড়ছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন দাবানলের তীব্রতা ও ঘনত্ব বাড়াচ্ছে এবং অঞ্চলটিকে আরও দুর্বল করছে।

সূত্র: সিএনএন নিউজ।

/এআই

Exit mobile version