সিডনির নর্থার্ন বিচের মোনা ভেল গলফ কোর্সে আছড়ে পড়েছে একটি প্রশিক্ষণ বিমান। একটি পাইপার পিএ-২৮-১৪৯ চেরোকি বিমান প্রশিক্ষণ ফ্লাইটের সময় নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় সময় দুপুর ২টার দিকে গলফ কোর্সে বিধ্বস্ত হয়। বিমানটির ভিতরে থাকা পাইলট এবং প্রশিক্ষক সামান্য আহত হন।
আহত দু’জনের বয়স ৫০-এর আশেপাশে এবং তারা সামান্য আঘাত প্রাপ্ত হয়েছেন। দুর্ঘটনার পর দ্রুত অ্যাম্বুলেন্সে তাদের রয়েল নর্থ শোর হাসপাতালে নেয়া হয়।
ফ্লাইট রেকর্ড অনুযায়ী, বিমানটি ক্যামডান থেকে দুপুর ১টার দিকে ছেড়ে উলুঙ্গং-এ অবতরণের উদ্দেশ্যে যাচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কয়েকজন গলফ খেলোয়াড় কোর্সে থাকা অবস্থায় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানের ধ্বংসাবশেষ গলফ কোর্সে ছড়িয়ে পড়েছিল।
ভিডিওতে একজনকে চিৎকার করতে শোনা যায়, যখন অন্যান্য গলফ খেলোয়াড়রা বিমানের দিকে ছুটে যায়। অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) এই দুর্ঘটনার ভিডিও থাকা প্রত্যক্ষদর্শীদের তাদের ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছে।
এটিএসবি-এর একজন মুখপাত্র বলেন, তদন্তের অংশ হিসেবে তারা পাইলট, অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নেবেন এবং যে কোনো রেকর্ডকৃত তথ্য সংগ্রহ করবেন।
সূত্র: স্কাই নিউজ অস্ট্রেলিয়া।
/এআই

