Site icon Jamuna Television

ইসরায়েলি বন্দিদের নিয়ে চুক্তি করতে ট্রাম্পকে হস্তক্ষেপ করার আহ্বান বিক্ষোভকারীদের

গাজায় বন্দি থাকা ইসরায়েলিদের পরিবারগুলো অভিযোগ করেছে যে ইসরায়েলি কর্মকর্তারা রাজনৈতিক কারণে বন্দিদের নিয়ে চুক্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছেন। তারা বাইরের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন, যার মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

স্থানীয় সময় রোববার (১৭ আগস্ট) ইসরায়েলের তেলআবিবসহ বিভিন্ন শহরে অনুষ্ঠিত বিক্ষোভে যোগ দেন লাখো মানুষ। হামাসের কাছে বন্দি ওমরি মিরানের স্ত্রী লিশায় মিরান-লাভি বলেন, ‘আজকের প্রতিটি পদক্ষেপই একটি জীবনরেখা, এমন একটি চুক্তির জন্য যা এই যুদ্ধের অবসান ঘটাবে এবং সব ৫০ জন বন্দিকে ঘরে ফিরিয়ে আনবে।’

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পকে আহ্বান করছি, দয়া করে চুক্তি সম্পন্ন করতে সাহায্য করুন।’

অন্য পরিবাররাও একই আহ্বান জানান। হামাসের কাছে বন্দি আরেক ইসরায়েলি রম-এর বাবা ওফির ব্রাসলাভস্কি বলেন, ‘রম ক্ষুধার্ত, নির্যাতিত, ভয়ে কাঁপছে। যুদ্ধ বন্ধ করুন।’

আয়োজকরা জানিয়েছেন, গত ২২ মাসের যুদ্ধকালে এটিই ছিল সবচেয়ে বড় বিক্ষোভ। বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করেন, রাজনীতিবিদদের বাড়ি ও সেনা সদর দফতরের সামনে সমাবেশ করেন এবং আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেন।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, অন্তত ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে, কারণ সরকারের নতুন সামরিক অভিযানের পরিকল্পনা নিয়ে জনরোষ ক্রমেই বাড়ছে।

সূত্র: আল জাজিরা।

/এআই

Exit mobile version