Site icon Jamuna Television

ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা: ভিপি পদে সাদিক কায়েম, জিএস প্রার্থী ফরহাদ

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। এতে ভিপি পদে লড়বেন সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ।

আজ সোমবার (১৮ আগস্ট) মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ঢাবির স্যার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সাদ্দাম।

ডাকসু নির্বাচন ২০২৫-এ শিবিরের প্যানেল:

ঘোষিত প্যানেলে ১৩টি সদস্য পদেও প্রার্থী দিয়েছে শিবির। তবে তাদের নাম সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়নি।

/এএইচএম/এমএন


Exit mobile version