Site icon Jamuna Television

জোট ভাঙার আশঙ্কায় সমর্থন টানতে রাজনৈতিক আলোচনা জোরদার করলেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ বছরের শেষের দিকে সম্ভাব্য জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক পরামর্শ ও আলোচনা বাড়িয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ রাজনৈতিক সূত্র উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, কনেসেটের অবকাশ শেষে অক্টোবর মাসে তার জোট ভেঙে পড়লে কীভাবে নিজের ব্লককে একত্রে রাখা যায়, সেটি নিয়ে ভাবছেন নেতানিয়াহু।

আলোচনায় মূলত ডানপন্থি ইটামার বেন গাভিরের ‘ওৎজমা ইয়েহুদিত’, বেজালেল স্মোত্রিচের ‘রিলিজিয়াস জায়োনিজম’ এবং আভি মাওজের ‘নোয়াম’ দলকে আবারও একত্রে নির্বাচন করার জন্য রাজি করানো নিয়ে আলাপ হয়েছে—যেমনটি তারা ২০২২ সালে করেছিল।

এছাড়া নেতানিয়াহু এক নতুন স্যাটেলাইট দল গঠনের কথাও বিবেচনা করছেন, যাতে এমন ডানপন্থি ভোটারদের আকৃষ্ট করা যায় যারা সরাসরি তার লিকুদ বা মিত্র দলগুলোকে সমর্থন দিতে অনিচ্ছুক।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলোচনায় গত সপ্তাহে ঘোষিত গিদিওন সা’আর-এর ‘নিউ হোপ’ দলের সঙ্গে লিকুদের একীভূতকরণ এবং লিকুদের অভ্যন্তরীণ কাঠামোর ওপর নেতানিয়াহুর নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়ও অন্তর্ভুক্ত ছিল।

সূত্র: টাইমস অব ইসরায়েল।

/এআই

Exit mobile version