Site icon Jamuna Television

‘আর হারানোর কিছুই নেই’, গাজা ছাড়তে অস্বীকৃতি ফিলিস্তিনিদের

যুদ্ধক্ষেত্র হিসেবে চিহ্নিত এলাকাগুলো থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক দক্ষিণ গাজায় সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। তবে, গাজা ছেড়ে যেতে অস্বীকৃতি জানাচ্ছেন বহু ফিলিস্তিনি। তাদের ভাষ্য, ‘আর হারানোর মতো কিছুই নেই’।

প্রায় দুই বছর ধরে অব্যাহত সহিংসতার চক্রে ক্লান্ত হয়ে পড়েছেন ফিলিস্তিনিরা। গত দুই বছর ধরে একের পর এক স্থানান্তরিত হতে হতে হারিয়েছেন ঘরবাড়ি, হারিয়েছেন সবকিছু—এমনকি প্রিয়জনদেরও।

পুরো গাজা উপত্যকার কোথাও নেই নিরাপদ আশ্রয়। প্রশ্ন উঠছে, ফিলিস্তিনিরা আসলে কোথায় যাবে? বর্তমানে গাজার ৮০ শতাংশ এলাকা ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত—যেখানে ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ।

এদিকে, গাজার পশ্চিমাঞ্চল ইতোমধ্যেই অতিরিক্ত ভিড়। সেখানে গাদাগাদি করে বসবাস করছেন হাজারো মানুষ এবং অস্থায়ী তাঁবুতে থাকা শরণার্থীরা।

ফলে ফিলিস্তিনিদের সামনে বাস্তবে আর কোনো বিকল্প নেই। শেষ পর্যন্ত হয় তারা থেকে যাবেন, নয়তো গ্রেফতার কিংবা নিহত হবেন। তাদের একটাই অনুভূতি—’হারানোর মতো আর কিছু নেই’।

সূত্র: আল জাজিরা।

/এআই

Exit mobile version