Site icon Jamuna Television

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে বার্ণ ইনস্টিটিউটে ব্রিটিশ হাইকমিশনার

ছবি: সংগৃহীত

উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত এর ঘটনায় আহতদের দেখতে জাতীয় বার্ণ প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন ব্রিটিশ হাই কমিশনারসহ ৯ জন।

আজ সোমবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে ব্রিটিশ হাই কমিশনার সহ ৯ জনের একটি টিম জাতীয় বার্নও  প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন। বর্তমানে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের সাথে তাদের মিটিং চলছে। এর আগে, গত সপ্তাহে ব্রিটিশ মেডিকেল টিম আমাদের সাথে কাজ করেছে।

/এএইচএম

Exit mobile version