Site icon Jamuna Television

সাতক্ষীরায় শিক্ষকের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

সাতক্ষীরা করেসপনডেন্ট:

সাতক্ষীরা সদরের বল্লী মোহাম্মদ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শফিকুর রহমানের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

সোমবার (১৮ আগস্ট) বেলা একটার দিকে স্কুল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বাজার ঘুরে স্কুলের সামনে এসে শেষ হয় এবং সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুজ্জামান, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, সিটি কলেজের প্রভাষক স্বপন, অভিভাবক প্রতিনিধি অলিয়ার রহমান এবং শিক্ষার্থী সোহানা সুলতানা।

মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের কার্যক্রম চলাকালীন শিক্ষকের ওপর বিএনপির নেতাকর্মীরা যে হামলার ঘটনা ঘটিয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময়, চব্বিশ ঘণ্টার মধ্যে এসব আসামিদের গ্রেফতার করা না হলে, থানা ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা

এর আগে, শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে গল্প করার অভিযোগে এনে রোববার (১৭ আগস্ট) সকালে স্কুল চলাকালীন হামলা চালায় ১০-১২ জন ব্যক্তি। এ ঘটনায় হামলার শিকার শিক্ষক শফিকুর রহমান বাদী হয়ে আট জনের নাম উল্লেখ করে সাতক্ষীরা থানায় মামলা দায়ের করেন।

অপরদিকে সাতক্ষীরা থানা পুলিশ জানিয়েছে, মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

/এএইচএম

Exit mobile version