Site icon Jamuna Television

মব সন্ত্রাস আগের তুলনায় কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফাইল ছবি

আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীতে নতুন নিয়োগ, প্রশিক্ষণসহ সার্বিক প্রস্তুতি এগিয়ে চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার ১৫ হাজার ৮৫১ জন পুলিশ ও ৪ হাজার ৪৬৯ জন বিজিবি সদস্য নিয়োগ দিয়েছে। এ ছাড়া আনসারে ৫ হাজার ৫৫১ জন, কারা অধিদফতরে ১ হাজার ৫৫৮ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৮ জনকে নিয়োগ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, মব সন্ত্রাস আগের তুলনায় কমেছে। ১৫ আগস্টকে ঘিরে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নির্দেশনা দেয়া হয়েছিল। ফুল দেয়া না দেয়ার বিষয়ে কিছু ছিল না বলে দাবি করেন স্বরাষ্ট উপদেষ্টা।

/এসআইএন

Exit mobile version