Site icon Jamuna Television

যশোরে বিচারিক দায়িত্ব ফেলে ভ্রমণ, সুপ্রিম কোর্টে অভিযোগ আইনজীবীর

যশোর করেসপনডেন্ট:

যশোরে বিচারিক দায়িত্ব ফেলে ভ্রমণে যাওয়ার অভিযোগ উঠেছে এক বিচারকের বিরুদ্ধে। এ ঘটনায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন যশোরের সিনিয়র আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট দেবাশীষ দাস।

আজ সোমবার (১৮ আগস্ট) দেয়া অভিযোগে তিনি আরেক বিচারকের দায়িত্ব পালনে গাফিলতির কথাও উল্লেখ করেন। সোমবার ডাকযোগে এ অভিযোগ পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট দেবাশীষ।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১৫ আগস্ট (শুক্রবার) যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা রওশন আরা। ওইদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৩০ জন আসামিকে আদালত ভবনের নিচতলার হাজতখানায় আনা হয়। আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন শতাধিক লোক। কিন্তু দায়িত্বপ্রাপ্ত বিচারক আদালতে না থেকে ঝিকরগাছার গদখালীর ফুলবাগানে ভ্রমণে যান। এতে আসামি ও সাধারণ মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন তিনি। এ সময়, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানাও দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না বলেও অভিযোগপত্রে উল্লেখ করেন তিনি।

অ্যাডভোকেট দেবাশীষ দাস আরও বলেন, কয়েক মাস আগে যশোর জজ আদালতের হাজতখানা থেকে দুপুরে এক আসামি পালিয়ে যায়। এছাড়া যশোরে সম্প্রতি হত্যাসহ বিভিন্ন অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় রাতে হাজতখানায় আসামিদের রাখা নিরাপত্তার জন্য হুমকি বলে তিনি দাবি করেন। সেইসাথে, সার্বিক বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান অ্যাডভোকেট দেবাশীষ দাস।

তিনি বলেন, বিচারকের দায়িত্বহীনতার কারণে বিচারপ্রার্থী আসামি ও তাদের স্বজনদের ভোগান্তি হয়েছে। এছাড়া আদালতে নিরাপত্তা বৃদ্ধি বিষয়েও অভিযোগে উল্লেখ করেন তিনি।

/এএইচএম

Exit mobile version