Site icon Jamuna Television

মনোনয়নপত্রের সময় বাড়ানো ডাকসু নির্বাচন পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র: ঢাবি গণতান্ত্রিক ছাত্রসংসদ

ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার সময় একদিন বাড়ানোকে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র ও উদ্বেগ হিসেবে দেখছে ঢাবি গণতান্ত্রিক ছাত্র সংসদ।

সোমবার (১৮ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সংগঠনটির নেতারা।

নেতারা বলেন, প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। যারা লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ তুলছেন, তারাই নতুন ছক কষছেন।

ছাত্রদলকে সুবিধা দিতেই সময় বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তারা। এছাড়া ছাত্রলীগের মতো ক্যাম্পাস দখলের চেষ্টা চালানো হলে গণতান্ত্রিক ছাত্র সংসদ ও সাধারণ শিক্ষার্থীরা তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা।

/এসআইএন

Exit mobile version