Site icon Jamuna Television

ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক থামিয়ে পুতিনকে ট্রাম্পের ফোন

হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সাথে বৈঠক চলাকালেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ঘটনাস্থলে উপস্থিত ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) এক কূটনীতিকের বরাতে বিষয়টি জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে এই উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। কূটনীতিক জানান, পুতিনের সাথে ফোনালাপ শেষ হওয়ার পর বৈঠকটি পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।

যদিও ট্রাম্প প্রথমে জানিয়েছিলেন, তিনি ইউরোপীয় নেতাদের সাথে পরামর্শ শেষ করার পরই পুতিনের সাথে কথা বলবেন। এই ফোনালাপের খবরটি প্রথম প্রকাশ করে জার্মানির পত্রিকা ‘বিল্ড’।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এই গুরুত্বপূর্ণ ওয়াশিংটন সফরে তার সঙ্গে জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, ফিনল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারা রয়েছেন। এছাড়াও ন্যাটো মহাসচিবও এই সফরে সঙ্গী হয়েছেন।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে হোয়াইট হাউসে বৈঠকে উপস্থিত ছিলেন।

/এএস

Exit mobile version