Site icon Jamuna Television

দুই সপ্তাহের মধ্যে জেলেনস্কির সঙ্গে বৈঠকে সম্মত পুতিন: জার্মান চ্যান্সেলর

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী দুই সপ্তাহের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে পুতিন এ সম্মতি দেন।

তবে বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনো নির্ধারিত হয়নি বলে গতকাল সোমবার (১৮ আগস্ট) রাতে সাংবাদিকদের জানান মের্জ।

তিনি আরও বলেন, এ ধরনের সম্মেলনের জন্য যথাযথ প্রস্তুতি প্রয়োজন। তবে পুতিন সত্যিই এমন বৈঠকে অংশ নেয়ার ‘সাহস দেখাবেন কি না’ সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

সূত্র: সিএনএন নিউজ।

/এআই

Exit mobile version