Site icon Jamuna Television

অবশেষে প্রতিজ্ঞা ভেঙে স্যুট পরে হোয়াইট হাউসে জেলেনস্কি

অবশেষে প্রতিজ্ঞা ভেঙে স্যুট পরেই হোয়াইট হাউসে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে এবার কালো মিলিটারি স্টাইল স্যুটে দেখা মিললো তার। তবে স্যুটের সাথে টাই পরেননি তিনি।

আজ সোমবার (১৮ আগস্ট) ওয়াশিংটন সময় দুপুর একটার দিকে এই বৈঠক শুরু হয়। এ সময় ওভাল অফিসে ইউক্রেনীয় প্রেসিডেন্টকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। বৈঠকে দুই নেতা জানান, রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে তারা বদ্ধপরিকর।

উল্লেখ্য, হোয়াইট হাউসে আগের সফরে জেলেনস্কির পোশাক নিয়ে উত্তেজনা সৃষ্টির পর, এবার আগেভাগেই স্যুট পরে আসার অনুরোধ করেছিল মার্কিন কর্তৃপক্ষ। অনুরোধ রাখতে নিজের অবস্থান থেকে সরে আসেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

আগেরবার পোশাক নিয়ে প্রশ্নকারী মার্কিন সাংবাদিক ব্রায়ান গ্লেন এ দফায় প্রশংসা করেন জেলেনস্কির এই পরিবর্তনের। এ সময়, সাংবাদিক ব্রায়ানও একই স্যুট পরে এসেছেন বলে রসিকতা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

এর আগে, বিভিন্ন সময় যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত স্যুট পরবেন না বলে জানিয়েছিলেন জেলেনস্কি। গত ফেব্রুয়ারিতে সাধারণ পোশাকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে গেলে মার্কিন কর্তা ব্যক্তিদের তোপের মুখে চরম অপমানিত হয়ে দেশে ফিরেন তিনি।

/এএইচএম

Exit mobile version