
কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে রাবি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা
পোষ্য কোটা পূর্বের মতো ৫ শতাংশ করা সহ ৮ দফা দাবিতে আজ পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৯টা থেকে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময়, বিভিন্ন বিভাগের ক্লাস বন্ধ থাকলেও চলছে পরীক্ষা।
আন্দোলনরতরা বলছেন, প্রাতিষ্ঠানিক সুবিধা তাদের ন্যায্য অধিকার। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সন্তানরা সকল শর্ত মেনেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়।
এর আগে, দাবি আদায়ে কয়েকদিন অর্ধদিবস কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করেন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। এ সময়, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা ৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হয়।
অপরদিকে, অযৌক্তিক পোষ্য কোটা ফিরিয়ে আনার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসের প্যারিস রোডে ভিসির বাসভবনের সামনে মানববন্ধন করেন তারা।

শিক্ষার্থীরা বলছে, একটি অন্যায্য দাবিকে রুখে দিতে প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন। এ সময়, অন্যায্য দাবিতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম বন্ধ করার প্রতিবাদ জানান তারা। সেইসাথে, পোষ্য কোটার বিপক্ষে অবস্থান নেয়ার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়।
/এএইচএম



Leave a reply