‘জুলাই হত্যা মামলায় পুলিশ সদস্যের জামিনে আইন মন্ত্রণালয়ের সম্পর্ক নেই’

|

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জুলাই হত্যাকাণ্ডে শহীদ পরিবারের করা একটি মামলায় হাইকোর্ট পুলিশ বাহিনীর একজন সদস্যকে জামিন দিয়েছে। এটি নিয়ে শহীদ পরিবারের সদস্যরা স্বাভাবিক কারণেই ক্ষুব্ধ হয়েছেন। তবে এই জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) নিজের সামাজিক মাধ্যম ভেরিফায়েড ফেসবুক পোস্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা লিখেছেন, হাইকোর্ট দেশের উচ্চ আদালত। হাইকোর্ট বা উচ্চ আদালত আইন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত নয়। জামিন বা হাইকোর্টের অন্য কোনো সিদ্ধান্তের সাথে তাই আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই।

তিনি আরও লিখেছেন, হাইকোর্ট উচ্চ আদালত হলেও তার সিদ্ধান্ত প্রশ্নের ঊর্ধ্বে নয়। অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে উপরোক্ত জামিনাদেশের বিরুদ্ধে তাই আপিল করা হয়েছে। কালই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। জামিন বাতিল হলে পুলিশ উপরোক্ত আসামিকে গ্রেপ্তার করবে।

আইন উপদেষ্টার ফেসবুক পোস্ট

এদিকে, জুলাই হত্যা মামলার আসামির জামিন হওয়ায় আজ সচিবালয় ও প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ করেছেন নিহত ও আহতদের স্বজনরা। সেখানে তারা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply