Site icon Jamuna Television

‘পাঠাও কানেক্টে’ অফলাইন রাইডও এখন ট্র্যাকযোগ্য ও নিরাপদ

দেশের জনপ্রিয় রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘পাঠাও’ এবার আনলো নতুন ফিচার ‘পাঠাও কানেক্ট’। এটি অফলাইন রাইডকে অনলাইনের মতো নিরাপদ ও ট্র্যাকযোগ্য করে তুলবে বলে জানিয়েছে পাঠাও কর্তৃপক্ষ।

গণমাধ্যমে পাঠানো এক প্রেস রিলিজে পাঠাও জানায়, প্রতিদিনই আমরা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর শুনি, যখন ব্যবহারকারীরা অ্যাপের বাইরে রাইড নেন। ফোনের চার্জ শেষ, ডেটা নেই বা শুধুমাত্র বাটন ফোন থাকলেও অনেক সময় হুট করে রাইড নেয়া হয়। কিন্তু এই ধরনের রাইডে নেই কোনো ট্র্যাকিং, নেই রাইডার ও ইউজারের তথ্য, এমনকি নেই নিরাপত্তার নিশ্চয়তা। বর্তমানে দেশের ৬০%-এর বেশি বাইক রাইড অ্যাপের বাইরে হচ্ছে, যেখানে ব্যবহারকারীদের রাইডারের ওপর ভরসা করতে হয় যাচাই-বাছাই ছাড়াই।

এই সমস্যার সমাধান আনার জন্য পাঠাও এনেছে পাঠাও কানেক্ট। এটি এমন একটি ফিচার যা স্মার্টফোন বা ইন্টারনেট ছাড়াও রাইডের নিরাপত্তা নিশ্চিত করে। ব্যবহারকারী বা রাইডার অ্যাপে নির্ধারিত কোড বা ফোন নম্বর ও ওটিপি ব্যবহার করে রাইড কানেক্ট করলে, রাইডটি পাঠাও-এর সিস্টেমে সংযুক্ত হয়ে যায়। ফলে রাইডটি ট্র্যাকযোগ্য হয়, রাইডারের তথ্য সংরক্ষিত থাকে, এবং পাঠাও-এর সব নিরাপত্তা ফিচার—যেমন লাইভ লোকেশন শেয়ারিং, চালকের তথ্য, এবং বিনামূল্যে ট্রিপ সেফটি কভারেজ—সক্রিয় থাকে।

পাঠাও কানেক্ট ব্যবহার করে অফলাইনে ভাড়া ঠিক করে রাইড নেয়া যায়, ক্যাশে পেমেন্ট করা যায়, তেমনি রাইডটি থাকে পুরোপুরি নিরাপদ, ট্র্যাকযোগ্য এবং ব্যবহারকারীর নিয়ন্ত্রণে। এছাড়াও, কানেক্ট করা রাইডের মাধ্যমে ব্যবহারকারী পাবেন পাঠাও পয়েন্টস, যা ভবিষ্যতের রাইডে ডিসকাউন্ট হিসেবে ব্যবহার করা যাবে। পাঠাও-এর অন্যান্য অফার ও বেনিফিটও থাকবে কানেক্ট করা রাইডে।

পাঠাও কানেক্টের মূল লক্ষ্য হলো—নিরাপদ রাইড নিশ্চিত করা, যেকোনো পরিস্থিতিতেই ব্যবহারকারীর জন্য সহজ ও সুরক্ষিত যাত্রা নিশ্চিত করা।

২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকস ক্ষেত্রে পাঠাও শীর্ষে রয়েছে। বর্তমানে প্ল্যাটফর্মটির ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৩,০০,০০০ ড্রাইভার ও ডেলিভারি এজেন্ট, ২,০০,০০০ মার্চেন্ট এবং ১০,০০০ রেস্টুরেন্ট নিয়ে পরিচালিত হচ্ছে। পাঠাও বাংলাদেশে ৫,০০,০০০-এরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

পাঠাও-এর এই নতুন উদ্যোগ ‘পাঠাও কানেক্ট’ নিশ্চিত করছে, যে কোনো পরিস্থিতিতেই ব্যবহারকারীর জন্য নিরাপদ, ট্র্যাকযোগ্য এবং নির্ভরযোগ্য রাইডের নিশ্চয়তা।

/এমএইচ

Exit mobile version