Site icon Jamuna Television

সারাদেশে প্রার্থীদের জয় নিশ্চিতে নেতাকর্মীদের নিরলস পরিশ্রমের আহ্বান জামায়াত নেতার

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সারাদেশে প্রার্থীদের জয় নিশ্চিতে নেতাকর্মীদের নিরলস পরিশ্রম করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকাস্থ ফেনী সদরবাসীদের নিয়ে প্রীতি সমাবেশে তিনি এ কথা বলেন।

ঢাকাস্থ ফেনী সদর উন্নয়ন পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন, শুধু নিজের আসন নিয়ে চিন্তা করলে হবে না। বিজয় নিশ্চিতে সামগ্রিকভাবে সারাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে ভাবতে হবে। প্রার্থীদের জয় নিশ্চিতে ভোটারদের সাথে নিবিড় যোগাযোগ স্থাপন করতে হবে।

দেশকে আর ফ্যাসিবাদের কবলে পতিত হতে দেয়া যাবে না উল্লেখ করে জামায়াত নেতা বলেন, যারা মানুষের ভোটের অধিকার হরণ করার চেষ্টা করবে তাদের জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে। নতুন প্রজন্ম নতুন বাংলাদেশ বিনির্মাণে শপথ নিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে তাদের আত্মহত্যা ব্যর্থ হতে দেয়া যাবে না।

/এমএইচ

Exit mobile version