Site icon Jamuna Television

৩ দিনের ধর্মঘট শেষে আবারও ফ্লাইট চালু এয়ার কানাডার

লাগাতার ৩ দিনের ধর্মঘট শেষে আবারও ফ্লাইট চালু করলো এয়ার কানাডা। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ ও ক্রু’দের মধ্যে চলা বিরোধের অবসান ঘটেছে।

স্থানীয় মঙ্গলবার (১৯ আগস্ট) থেকে স্বল পরিসরে ফ্লাইট শুরু করে এয়ারলাইন্সটি। পুরোদস্তুর কার্যক্রম শুরু করতে আরও সপ্তাহখানেক লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আগামী কয়েকদিন বাতিল হতে পারে বেশকিছু ফ্লাইট। বেতন বৃদ্ধির দাবিতে শনিবার থেকে ৭২ ঘণ্টা কর্মবিরতির ডাক দেন এয়ার কানাডার ১০ হাজারের বেশি ফ্লাইট এটেন্ডেন্ট। যার জেরে, কার্যক্রম স্থগিত করে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বাতিল করা হয় ৬শ’র বেশি ফ্লাইট। প্রতিদিন ভোগান্তিতে পড়েন গড়ে ১ লাখ ৩০ হাজার যাত্রী। কানাডার বৃহত্তম এয়ারলাইন্স এয়ার কানাডা।

উল্লেখ্য, স্থানীয় সময় শনিবার (১৬ আগস্ট) ভোরে কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ (সিইউপিই) যা ১০ হাজারের বেশি ফ্লাইট অ্যাটেনডেন্ট প্রতিনিধিত্ব করে, জানায় যে এয়ার কানাডার ক্যাবিন ক্রুদের ৭২ ঘণ্টার ধর্মঘট শুরু হয়েছে।

সূত্র: বিবিসি নিউজ।

/এআই

Exit mobile version