Site icon Jamuna Television

জেলেনস্কির সাথে পুতিন হয়তো চুক্তি করতে চাইবে না বলে আশঙ্কা ট্রাম্পের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির বৈঠকের বিষয়টি খুব একটা গুরুত্বের সাথে দেখছে না ক্রেমলিন। তবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ অবসানের ব্যাপারে আলোচনা করতে আবারো দুই নেতাকে আহ্বান জানিয়েছেন।

এই দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তাব এসেছে মার্কিন প্রেসিডেন্টের আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের এক সপ্তাহ পরে। জেলেনেস্কি ও ইউরোপীয় ছয় নেতার সাথে বৈঠকের পর ট্রাম্প স্বীকার করেছেন যে চলমান সংঘাত সমাধান করা ‘কঠিন একটি কাজ’। তিনি এটিও স্বীকার করেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট সম্ভবত সংঘাতের ইতি টানতে আগ্রহী নন।

মঙ্গলবার তিনি বলেন, ‘পরবর্তী কয়েক সপ্তাহে মধ্যে জানতে পারবো পুতিন কেন চুক্তি করতে রাজি নন।”

ট্রাম্প একটি সাক্ষাৎকারে বলেন, ‘পুতিন ও জেলেনস্কি নিজেরাই বৈঠক করলে সম্ভবত ভালো হবে। প্রয়োজনে তিনি বৈঠকে উপস্থিত থাকবেন।’

সূত্র: সিএনএন নিউজ।

/এআই

Exit mobile version