Site icon Jamuna Television

অসংক্রামক রোগ প্রতিরোধে নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার

ফাইল ছবি।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে অসংক্রামক রোগ (এনসিডি) প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ৩৫টি মন্ত্রণালয়ের একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছে। এসময় তিনি বলেন, অসংক্রামক রোগের চিকিৎসা আরও উন্নত হওয়া জরুরি। এজন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার।

বুধবার (২০ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত স্বাস্থ্য নিয়ে ৩৫ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়, সব মন্ত্রণালয়কে এ বিষয়ে সহযোগিতা করতে হবে। অসংক্রামক রোগ উচ্চ চিকিৎসায় বিপুল অংকের অর্থ বিদেশ চলে যায়। তাই, যে কোনও পরিস্থিতি বা চ্যালেঞ্জ আসুক না কেন, সুস্থ পরিবেশ ও দক্ষ কর্মক্ষম মানব সম্পদ গড়ে তোলার আহ্বান জানান ড. ইউনূস।

এসময় তরুণ সমাজকে তামাকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। দেশের স্বাস্থ্য খাত নিয়ে ৫ আগষ্টের পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রশংসা করেছে বলেও জানান প্রধান উপদেষ্টা।

পৃথিবীর প্রায় সব দেশেই অসংক্রামক রোগ হয় জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মতো জায়গায় এটা অনেক সংকটময়। দেশের রোগীদের ৭১ ভাগ মৃত্যু ঘটে অসংক্রামক রোগের কারণে। তাই, স্বাস্থ্যসম্মত জীবন প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে। যৌথ ঘোষণা বাস্তবায়নে সরকারি পাশাপাশি বেসরকারি উদ্যোগ জরুরি বলেও জানান প্রধান উপদেষ্টা।

/এমএইচ

Exit mobile version