Site icon Jamuna Television

ভোমরা বন্দরে ৩ দিনে দুই হাজার টন পেঁয়াজ আমদানি, কেজিতে দাম কমলো ৫ টাকা

চার মাস ২০ দিন বন্ধ থাকার পর শুরু হয়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি। গত তিন দিনে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দুই হাজার মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে। এরই মধ্যে প্রভাব পড়েছে বাজারে। পেঁয়াজ কেজিতে পাঁচ টাকা পর্যন্ত দাম কমেছে।

ভোমরা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, চলতি বছরের ২৭ মার্চ থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। মূলত বানিজ্য মন্ত্রণালয় আইপি না দেয়ায় এতদিন বন্ধ ছিল। গত ১৭ আগস্ট থেকে আবারও শুরু হয়েছে পেঁয়াজ আমদানি। গত তিন দিনে ৭৫টি ট্রাকে দুই হাজার ২৮৩ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে। ধীরে ধীরে এর পরিমাণ আরও বাড়বে বলে জানান তিনি।

এদিকে, আমদানি শুরুর পরই প্রভাব পড়তে শুরু করেছে দেশীয় বাজারে। সাতক্ষীরা শহরের সুলতানপুর বাজারে পেঁয়াজ প্রতি কেজিতে পাঁচ থেকে সাত টাকা দাম কমেছে। দেশি পেঁয়াজ এখন বাজারে পাইকারিতে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৪ থেকে ৬৭ টাকায়। তিন দিন আগে বিক্রি হয়েছিল ৭২ থেকে ৭৪ টাকায়। খুচরা বাজারে বিক্রি হয়েছিল ৭৮ থেকে ৮০ টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭২ টাকা। ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

সাতক্ষীরা কৃষি বিপণন কর্মকর্তা সালেহ মোহাম্মাদ আবদুল্লাহ বলেন, ভারতীয় পেঁয়াজ আমদানির পরই প্রভাব পড়েছে বাজারে। প্রতি কেজিতে পাঁচ থেকে সাত টাকা দাম কমেছে। দেশি পেঁয়াজ যদি ৬০ টাকার নিচে দাম চলে আসে, তখন কৃষকরা ক্ষতিগ্রস্থ হবে। সেদিকেও খেয়াল রাখতে হবে। এ ছাড়াও ভারতীয় পেঁয়াজ ভোমরা বন্দর দিয়ে যেগুলো আমদানি হয়েছে, তার সিংহভাগ চলে গেছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে।

/এসআইএন

Exit mobile version