Site icon Jamuna Television

গণশুনানি চলার সময় নিজ বাড়িতে হামলার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী

সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা প্রতিনিধি :

ভারতের রাজধানী নয়াদিল্লিতে গণশুনানি চলার সময় নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ইতিমধ্যেই হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই হামলার ঘটনা, তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

অভিযুক্তের নাম রাজেশ ক্ষিমজি। তিনি রাজকোট গুজরাতের বাসিন্দা। জানা যায়, রেখা গুপ্তার বাসভবনে ‘গণশুনানি’ অনুষ্ঠান চলাকালীন এই হামলা হয়।

অনুষ্ঠান চলাকালীন রেখা গুপ্তা যখন উপস্থিত সকলের সঙ্গে কথা বলছিলেন, ঠিক সেই সময়ে অভিযুক্ত ব্যক্তি তার দিকে এগিয়ে আসেন এবং মুখ্যমন্ত্রীর হাত ধরে টানেন। এমনকি তাকে ‘চড়’ মারার চেষ্টা করেন।

মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলেও অভিযোগ রয়েছে। ঘটনার পরই পুলিশ হাতেনাতে অভিযুক্তকে গ্রেফতার করে। তাকে দিল্লির সিভিল লাইন্স থানায় নিয়ে যাওয়া হয়েছে।

দিল্লীর মুখ্যমন্ত্রীর ওপর হামলার ঘটনা আরও একবার দেশটির রাজধানীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। হামলার সময় শরীরে আঘাত পেয়েছেন রেখা গুপ্তা। এই মুহূর্তে বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর হামলায় বিরোধীদের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। অন্যদিকে, কংগ্রেসের তরফেও এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।

/এআই

Exit mobile version