Site icon Jamuna Television

‘হাতি সুরক্ষায় প্রাকৃতিক বন ফিরিয়ে আনতে হবে’

হাতির সুরক্ষায় প্রাকৃতিক বন ফিরিয়ে আনা, হাতির করিডোর চিহ্নিতকরণ, মানুষ ও হাতির মধ্যে সংঘর্ষ কমাতে জনগণকে সচেতন করা ও দায়িত্বশীল বিভাগ চালুর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আজ বুধবার (২০ আগস্ট) সকালে রাজধানীতে বিশ্ব হাতি দিবসের এক আলোচনায় তারা এ পরামর্শ দেন।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, হাতির সুরক্ষায় প্রাকৃতিক বনগুলোকে ফিরিয়ে আনতে হবে। আর এ কাজ করতে হবে গ্রামীণ জনগণকে সাথে নিয়ে। হাতি দিয়ে খেলা দেখিয়ে উপার্জন বন্ধে বন বিভাগকেও নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ এখনও রাজনৈতিক অগ্রাধিকার পায়নি। হাতির সংখ্যা নির্ধারণের বিষয়ে জোর দিতে হবে। ১০ বছরের পুরোনো গবেষণা দিয়ে হাতি সংরক্ষণ করা যাবে না।

তারা আরও বলেন– হাতির প্রজনন, নিয়ন্ত্রণ ও খাবারের ব্যবস্থা করতে হবে। সীমান্তহীন ব্যবস্থাপনা প্রটোকল অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান তারা।

প্রতি বছর ১২ আগস্ট পালিত হয় বিশ্ব হাতি দিবস। এর মূল উদ্দেশ্য হলো হাতিদের সুরক্ষা ও সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের বাসস্থান রক্ষার প্রচেষ্টা করা।

বন বিভাগের তথ্যমতে, চলতি বছরের প্রথম ছয় মাসেই অস্বাভাবিকভাবে মারা গেছে অন্তত ১৮টি হাতি। আর গত ৯ বছরে দেশে মারা গেছে ১৪৬টি হাতি।

/এএম

Exit mobile version