Site icon Jamuna Television

কক্সবাজারে মার্কিন নারীকে যৌন নিপীড়নের দায়ে যুবকের ৭ বছরের জেল

কক্সবাজারে আমেরিকান নাগরিক এলিজাবেথ হিলটন কিম্মেল (৫৪) নামের এক নারীকে যৌন নীপিড়নের অপরাধে এক আসামিকে ৭ (সাত) বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক এসএম জিল্লুর রহমান এ আদেশ ঘোষণা করেন।  সাজাপ্রাপ্ত তারিকুল কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়ার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

জানা গেছে, কক্সবাজার পৌরসভাধীন হিলটপ সার্কিট হাউজ সড়কে এক মার্কিন নাগরিক ১০ মার্চ যৌন নিপীড়নের শিকার হন। বাদীনির অভিযোগের পরিপ্রেক্ষিতে কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে ছয় ঘণ্টার মধ্যে আসামি তারিকুলকে গ্রেফতার করে।

পরে আদালতে সোপর্দ করে এবং ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত আসামির বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত যথোপযুক্ত সাক্ষ্য প্রমাণাদি শেষে গতকাল আসামি তারিকুলকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আসামি বর্তমানে জেল হাজতে রয়েছে।

/এমএইচ

Exit mobile version