Site icon Jamuna Television

শঙ্কা কাটিয়ে আগামী ফেব্রুয়ারিতে ভোট সম্ভব: এবি পার্টি চেয়ারম্যান

নির্বাচন নিয়ে কেউ কেউ শঙ্কা প্রকাশ করছে। তবে সকল শঙ্কা কাটিয়ে আগামী ফেব্রুয়ারিতে ভোট সম্ভব বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বুধবার (২০ আগস্ট) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সিইসিকে নয় দফা প্রস্তাবনা দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দায়িত্বশীলদের নিয়ে আশঙ্কা কাজ করছে। তাই ভোটার নয় এমন তরুণদের ভোটকেন্দ্রভিত্তিক স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ দেয়া যায় কি না সেটি বিবেচনা করার কথা বলেছি। নির্বাচনী ব্যয় কমানোর কথাও বলেছি।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্র মাঠে উন্মুক্ত স্থানে করার কথা বলেছি। প্রবাসীদের ভোট ও দ্বৈত নাগরিকের ভোট দেয়া নিয়েও আলোচনা হয়েছে। নীতিগতভাবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ নিয়ে আমাদের আপত্তি ছিল। এ সময় উচ্চকক্ষে পিআর চালু করতে প্রস্তাব দেয়া হয়েছে বলেও জানান তিনি।

/আরএইচ








Exit mobile version