Site icon Jamuna Television

বড় ধরনের আচরণবিধি লঙ্ঘন হয়নি: ডাকসু রিটার্নিং কর্মকর্তা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের ঘটনায় বড় ধরনের কোনো আচরণবিধি লঙ্ঘন হয়নি। অভিযোগ যা এসেছে, সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ড. এস এম শামীম রেজা।

আজ বুধবার (২০ আগস্ট) বিকেলে মনোনয়নপত্র জমাদান কার্যক্রম শেষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

রিটার্নিং কর্মকর্তা আরও জানান, নির্বাচনের দিন এবং আগের ও পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব পরীক্ষা বন্ধ থাকবে।

আজ বিকেলে মনোনয়নপত্র জমাদানের নির্ধারিত সময় শেষ হয়। জানা গেছে, ২৮টি পদের বিপরীতে ৬৫৮টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন শিক্ষার্থীরা। এর মধ্যে ৫০৯টি মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। ১৪৯টি মনোনয়নপত্র জমা পড়েনি।

এদিন ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, ডাকসু ফর চেঞ্জ, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ, ডিইউ ফার্স্ট, প্রতিরোধ পর্ষদ, অপরাজেয় ৭১-অদম্য ২৪, ইসলামী ছাত্র আন্দোলন ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য।

বিকেলে নিজের মনোনয়নপত্র জমা দেয়ার পর স্বতন্ত্র ভিপি (সহ-সভাপতি) প্রার্থী উমামা ফাতেমা বলেন, ছাত্রলীগ না থাকলেও একই রুপে পুরোনো বন্দোবস্ত আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেঁকে বসেছে। তিনি যোগ করেন, আগামীকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) ঘোষণা করা হবে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের পূর্ণাঙ্গ প্যানেল।

/এএম

Exit mobile version