Site icon Jamuna Television

বঙ্গোপসাগরে ট্রলার ডুবির দুদিন পর ১৪ জেলেকে উদ্ধার, নিখোঁজ ৬

ফাইল ছবি

স্টাফ ক‌রেসপন‌ডেন্ট, পটুয়াখালী:

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ২০ জেলেসহ এফবি মায়ের দোয়া নামের একটি মাছধরার ট্রলার ডুবির ঘটনা ঘটছে। আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে বঙ্গোপসাগরের পাইপ বয়া সংলগ্ন এলাকা থেকে সেই ট্রলারের ১৩ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে জেলেরা।

এর আগে, বুধবার সকালে পায়রা বন্দরের ২০ কিলোমিটার গভীর সাগর থেকে আরেকজন জেলেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো ৬ জন জেলে নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া জেলেদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধার হওয়া জেলেরা জানান, গত শনিবার চট্রগ্রামের বাঁশখালি থেকে একটি ট্রলারটি নিয়ে তারা বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য যায়। পরে ট্রলারটি ডুবে গেলে তারা প্লাষ্টিকের পানির ড্রাম নিয়ে সমুদ্রে দুইদিন ভেসে ছিলেন।

নিখোঁজ জেলেরা হলেন, আবু তাহের (৫৫), কামাল (৩৫), রিয়াজ উদ্দিন (২২), তমিজ (১৮), সোহাগ (২০) ও শাহাবুদ্দিন (৪৫)।

গত রোববার (১৮ আগস্ট) ভোর রাতে বঙ্গোপসাগরের শেষ বয়া এলাকার ৯০ কিলোমিটার গভীর সাগরে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, নিখোজ জেলেদের উদ্ধারের জন্য কোষ্টগার্ডকে অবহিত করা হ‌য়ে‌ছে।

/আরএইচ

Exit mobile version