Site icon Jamuna Television

তিন অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশে আসছে ডাচরা

টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নেদারল্যান্ডস।

দলের নেতৃত্বে রয়েছেন নিয়মিত অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তবে বাস ডে লেডে, মাইকেল লেভিটের মতো অভিজ্ঞ অলরাউন্ডার এবং আগ্রাসী ওপেনার রুলফ ফন ডার মেরওয়ার মতো দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা আসছেন না এই সফরে।

৩০ আগস্ট শুরু হওয়া সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাকি দুটি ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর।

এদিকে, নেদারল্যান্ডস দল ঘোষণা করলেও বাংলাদেশ এখনো তাদের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেনি। ফলে টাইগারদের একাদশ নিয়ে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি পাঁচ লড়াইয়ে বাংলাদেশের জয় চারটি, নেদারল্যান্ডসের একমাত্র জয়টি নিজেদের মাঠে ২০১২ সালে।

বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডসের টি-টোয়েন্টি স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, নোয়াহ ক্রোয়েস, সাকিব জুলফিকার, রায়ান ক্লেইন, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিংঙ্গেল ও ফ্রেড ক্ল্যাসেন।

উল্লেখ্য, দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এবারই প্রথম বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস। এর আগে, ২০১১ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে তারা খেলেছে এখানে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা এদেশে খেলেছে সাতটি ম্যাচ, তবে কোনোটিই স্বাগতিকদের বিপক্ষে নয়।

/এমএইচআর

Exit mobile version