Site icon Jamuna Television

অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ-পুনর্বাসন অধ্যাদেশের গেজেট প্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ এবং পুনর্বাসন অধ্যাদেশ বিধিমালার গেজেট প্রকাশ করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই গেজেট প্রকাশ করে।

গেজেটে উল্লেখ করা হয়, শহীদ পরিবারের স্বীকৃত সদস্যরা এককালীন ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র ও মাসে ২০ হাজার টাকা ভাতা পাবে। এছাড়া, অতি গুরুতর আহতরা এককালীন ৫ লাখ টাকা ও মাসিক ২০ হাজার টাকা, গুরুতর আহতরা এককালীন ৩ লাখ ও মাসিক ১৫ হাজার ও আহতরা এককালীন এক লাখ ও মাসিক ১০ হাজার টাকা পাবে।

এতে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ এবং পুনর্বাসন সংক্রান্ত কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হবে। কেন্দ্রীয় কমিটির সভাপতি থাকবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী বা উপদেষ্টা, জেলা কমিটির সভাপতি জেলা প্রশাসক ও উপজেলা কমিটির সভাপতি থাকবে উপজেলা নির্বাহী অফিসার।

/আরএইচ

Exit mobile version