Site icon Jamuna Television

গাজা সিটি দখলে অভিযান শুরু ইসরায়েলের, নিহত ৮১

গাজা সিটি দখলের লক্ষ্যে পরিকল্পিত স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। উপত্যকাজুড়ে ভয়াবহ তাণ্ডবে বুধবার (২০ আগস্ট) প্রাণ হারিয়েছে আরও ৮১ ফিলিস্তিনি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজা সিটির শাতি শরণার্থী শিবিরে হামলায় নিহত হয়েছে শিশুসহ কমপক্ষে ২৫ জন। জয়তুন ও জাবালিয়া এলাকায় নির্বিচার তাণ্ডব চালিয়েছে ইসরায়েলের পদাতিক সেনারা। জয়তুনে দুটি এবং জাবালিয়ায় একটি ব্রিগেড স্থল অভিযান পরিচালনা করছে।

পরিকল্পিত মিশনের এটি প্রাথমিক ধাপ বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। মঙ্গলবার (১৯ আগস্ট) এ পরিকল্পনায় অনুমোদন দেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি জানান, গাজা সিটি দখলের জন্য সেপ্টেম্বরের শুরুতেই নামানো হবে ৬০ হাজার রিজার্ভ সেনা। অঞ্চলটি থেকে আবারও সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে ফিলিস্তিনিদের।

বুধবার গাজার দক্ষিণে ত্রাণ সংগ্রহকারীদের ওপরও আরেক দফা হামলা হয়। এতে মারা যায় ৩০ জন।

/এএম

Exit mobile version