Site icon Jamuna Television

আজ প্রকাশিত হবে ডাকসুর প্রাথমিক প্রার্থী তালিকা

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন ঘিরে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। যাচাই-বাছাই শেষে আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রকাশ করা হবে ডাকসুর প্রাথমিক প্রার্থী তালিকা। দুপুর ১টায় এই তালিকা প্রকাশ করার কথা রয়েছে।

জানা গেছে, ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫০৯ জন। আর হল সংসদে ১৩টি পদের বিপরীতে জমা পড়েছে ১ হাজার ১০৯ জনের প্রার্থিতা। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ২৫ আগস্ট পর্যন্ত।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। তবে শেষ পর্যন্ত কেবল একটি পদেই প্রতিদ্বন্দ্বীতা করার সুযোগ পাবেন। বাকি সব মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে। তা না হলে সবকটি মনোনয়নই বাতিল বলে গণ্য হবে।

নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৬ আগস্ট। ভোটের দিন এবং আগে ও পরের দিন মিলিয়ে ৩ দিন বন্ধ থাকবে সব ধরনের ক্লাস-পরীক্ষা।

/এমএইচ

Exit mobile version