৬ দাবিতে ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

|

স্থায়ী ক্যাম্পাস নির্মাণসহ ৬ দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলা সদরের মহিপাল এলাকার মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে ঢাকা ও চট্টগ্রামমুখী দুই লেন দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

অবরোধের আধা ঘণ্টা পর মহাসড়ক থেকে সরে যান আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর মহাসড়কটি দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

শিক্ষার্থীদের ৬ দফার মধ্যে রয়েছে, নতুন ভিসি নিয়োগ, বাস ট্রান্সপোর্ট চালু করাসহ কয়েকটি দাবি।

শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠার ১৩ বছর পেরিয়ে গেলেও এখনো বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি। এতে তাদের পড়ালেখা ব্যহত হচ্ছে।

এর আগে, গতকাল রাতে আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. জামালউদ্দীন আহমদ পদত্যাগ করেন।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply