Site icon Jamuna Television

ঢামেকে চার ঘণ্টার অস্ত্রোপচারে আলাদা হলো জমজ শিশু জুহি-রুহি, আজ ফিরছে বাড়িতে

মেডিকেল করেসপনডেন্ট:

নীলফামারীর জলঢাকায় জন্মগতভাবে জোড়া লাগা শরীরের জমজ শিশু জুহি ও রুহিকে সফলভাবে পৃথক করতে সক্ষম হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) তারা বাড়িতে ফিরে যাচ্ছেন। অস্ত্রোপচারটি হয় গত জুন মাসের ২৪ তারিখে।

হাসপাতালের শিশু সার্জারি (ইউনিট-২) এর অধ্যাপক ডা. কানিজ হাসিনার নেতৃত্বে পরিচালিত এ জটিল অস্ত্রোপচারে অংশ নেন হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা।

ডা. কানিজ জানান, জোড়া লাগানো দুই শিশু রুহি ও জুহিকে গত ১৩ জানুয়ারি ঢামেকে ভর্তি হয়। যেহেতু তারা ছোট ছিল তাই তাদের অবজারভেশনে রেখে এবং মেডিকেলে বোর্ড গঠন করে তাদেরকে চিকিৎসা সেবা দেয়া হয়। পরে গত ২৪ জুন তাদের চার ঘন্টার সফল অস্ত্রোপচার করে পৃথক করা হয়।

এই জটিল সার্জারিতে অংশ নেন শিশু সার্জারি ছাড়াও প্লাস্টিক সার্জারি, পেডিয়াট্রিক সার্জারি, নিওনেটোলোজি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, অর্থোপেডিক, নবজাতক বিভাগ, নিউরো সার্জারি ও অ্যানেস্থেসিওলোজি বিভাগের চিকিৎসকরা।

তিনি আরও জানান, অস্ত্রোপচারের পর শিশু দুটিকে হাসপাতালের পোস্ট অপারেটিভ ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ)-তে রাখা হয়। দীর্ঘ সময় ধরে নিবিড় পর্যবেক্ষণ, বিশেষায়িত চিকিৎসা ও সেবার পর বর্তমানে তারা সুস্থ আছেন।

হাসপাতালে সম্পূর্ণ ফ্রি ভাবে তাদেরকে চিকিৎসা সেবা এবং ৬০ নম্বর কেবিনে রাখা হয়। সুস্থ অবস্থায় আজ তাদের ছুটি দেয়া হয়েছে।

ডা. কানিজ হাসিনা আরও বলেন, এটি ছিল দীর্ঘ ও জটিল একটি অস্ত্রোপচার। প্রতিটি মুহূর্তে জুহি ও রুহির সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। এই সফলতার জন্য আমি পুরো চিকিৎসক টিম, নার্স ও হাসপাতাল সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

জমজ শিশু জুহি ও রুহির মা শিরিনা বেগম জানান, আমার ১০ বছরের একটি ছেলে সন্তান আছে। বর্তমানে জুহি ও রুহির বয়স ৭ মাস ২৩ দিন চলে। জন্মের পর তাদের দুজনের শরীর জোড়া লাগানো ছিল। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর দীর্ঘ পাঁচ-ছয় মাস চিকিৎসা শেষে গত জুনে তাদের সফল অপারেশন সম্পন্ন হয়। আমার দুই মেয়ে এখন ভালো আছে চিকিৎসকরা আজ আমাদের ছেড়ে দিয়েছেন। তিনি হাসপাতালের সকল চিকিৎসকের পাশাপাশি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

/এমএইচআর

Exit mobile version