হরিণাকুণ্ডুতে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুদের দায়ে জরিমানা

|

ঝিনাইদহ করেসপনডেন্ট:

নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও বিক্রি রোধে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পলিথিন মজুদ রাখার দায়ে একটি দোকানে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে পরিবেশ অধিদফতরের জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। হরিণাকুণ্ডু উপজেলার শিতলী ও চাঁদপুর বাজারে এ অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রয়ের দায়ে তিনটি দোকানের মালিককে মোট তিন হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সেইসাথে, অভিযানকালে মোট ২৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জেলা পুলিশের একটি দল মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। 

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মারুফ বিল্লাহ, নমুনা সংগ্রহকারী মো. কামরুজ্জামান এবং হিসাবরক্ষক আকরাম হোসেন।

পরিবেশ অধিদফতরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান বলেন, নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রয় রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply