Site icon Jamuna Television

৮ মামলায় জামিন পেলেন ইমরান খান

সামরিক স্থাপনায় হামলা ও নাশকতা সম্পর্কিত ৮ মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশটির প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে গঠিত সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ এই জামিন আবেদন মঞ্জুর করে।

এ দিন আদালতে পিটিআই প্রধানের পক্ষে ছিলেন ব্যারিস্টার সালমান সফদার ও রাষ্ট্রপক্ষের আইজীবি হিসেবে ছিলেন পাঞ্জাবের বিশেষ প্রসিকিউটর জুলফিকার নকভি। দুইজনের যুক্তিতর্ক উপস্থানের পর বেঞ্চ তার সিদ্ধান্ত জানায়।

আদালত তার আদেশে জানায়, ইমরান খানের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকলে তাকে মুক্তি দেয়া যেতে পারে। তবে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় এখনও তাকে কারাগারেই থাকতে হবে।

এর আগে, ২০২৪ সালের নভেম্বরে লাহোরের একটি সন্ত্রাসবাদবিরোধী আদালত ইমরান খানের জামিন আবেদন নামঞ্জুর করে।

ক্ষমতা হারানোর পর একাধিক মামলায় অভিযুক্ত এই পিটিআই নেতা দুর্নীতির মামলায় কারাগারে রয়েছেন। গত ২ বছর ধরে রাওয়াল পিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন তিনি।

/এটিএম

Exit mobile version