Site icon Jamuna Television

ডাকসু নির্বাচন: প্রাথমিক ধাপে বৈধ মনোনয়নপত্রের সংখ্যা ৪৬২, ত্রুটিপূর্ণ ৪৭

ফাইল ছবি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জমা দেয়া মনোনয়নপত্রের প্রাথমিক ধাপের যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হয়েছে। এতে জমা দেয়া ৫০৯টি মনোনয়নপত্রের মধ্যে ৪৬২টি বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। যাদের মধ্যে ছাত্র ৪০২ জন ও ছাত্রী রয়েছেন ৬২ জন। ত্রুটিপূর্ণ মনোনয়নপত্রের সংখ্যা ৪৭টি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২৩ আগস্ট পর্যন্ত আপিল করতে পারবেন বাদ পড়া প্রার্থীরা। ২৫ তারিখ চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ আগস্ট থেকে আগামী ২৫ আগস্ট পর্যন্ত হল কিংবা ক্যাম্পাসে প্রচারণা চালাতে পারবে না কেউ। প্রচারণা শুরু হবে আগামী ২৬ তারিখ থেকে। উল্লিখিত সময়ের মধ্যে প্রচারণা চালালে এটি নির্বাচনের আচরণবিধি ভঙ্গ হিসেবে বিবেচিত হবে। সেইসাথে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, যাচাই-বাছাইয়ের প্রাথমিক ধাপ শেষে ভিপি পদে ৪৮, জিএস পদে ১৯ ও এজিএস পদে ২৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হিসেবে বিবেচিত হয়। এছাড়া, হল সংসদে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ১০৮ জন।

/এমএইচআর

Exit mobile version