Site icon Jamuna Television

মার্কিন ভিসাধারীদের রেকর্ড পুনর্বিবেচনার ঘোষণা

মার্কিন ভিসাধারীদের রেকর্ড পুনর্বিবেচনার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন করে মূল্যায়ন করা হবে দেশটির সাড়ে ৫ কোটিরও বেশি ভিসাধারীর রেকর্ড। যাচাই-বাছাই করা হবে বেশ কয়েকটি সূচক। খবর বার্তা সংস্থা এপির।

অভিবাসন নীতি লঙ্ঘনের ঘটনা পাওয়া গেলে বাতিল করা হবে ভিসা, ফেরত পাঠানো হবে দেশে। বৃহস্পতিবার (২১ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্টেট ডিপার্টমেন্ট।

এতে ভিসার মেয়াদ, অপরাধমূলক কার্যকলাপ, জননিরাপত্তার জন্য হুমকি, সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ কিংবা সন্ত্রাসী সংগঠনকে সহায়তা এসব বিষয়ে পুনঃনীরিক্ষণের কথা জানায় ট্রাম্প প্রশাসন। ঘোষণাটির কিছুক্ষণ আগেই, বাণিজ্যিক ট্রাকচালকদের জন্য কর্মী ভিসা বন্ধের সিদ্ধান্ত জানায় ওয়াশিংটন।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসনের বিরুদ্ধে কঠোর সব ব্যবস্থা নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

/এএম

Exit mobile version