Site icon Jamuna Television

বেড়েছে কাঁচামরিচ আমদানি

হিলি স্থলবন্দরে বেড়েছে ভারত থেকে কাঁচামরিচ আমদানির পরিমান। কয়েকদিন আগেও এই বন্দর দিয়ে প্রতিদিন ৮ থেকে ১০ ট্রাক আমদানি হলেও এখন আসছে ১৫ থেকে ১৭ ট্রাক।

গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) এক দিনেই ২৯ ট্রাকে ২৩৯ টন কাঁচামরিচ আমদানি হয়েছে।

গত এক সপ্তাহের হিসেবে দেখা গেছে, ৬ দিনে ৭২টি ট্রাকে এসেছে ৬১৮ টন কাঁচামরিচ। আমদানিকারকরা বলছেন, বন্যা আর খরার কারণে মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। চাহিদা বেড়েছে ভারতীয় জাতের।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, পাইকারী বাজারে ১৭০ থেকে ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। ভারতের মোকামে প্রতি কেজি কিনতে হচ্ছে ৮০ থেকে ৯০ রুপিতে। কেজি প্রতি শুল্ক পরিশোধ করতে হচ্ছে ৩৭ টাকা। আমদানি হওয়া কাঁচামরিচ ঢাকা, চট্টগ্রাম, বগুড়াসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হচ্ছে।

/এমএইচ

Exit mobile version