Site icon Jamuna Television

গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

রাজধানীর গেন্ডারিয়ায় বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় মেজবাহ উদ্দিন (২৮) নামের একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত মেজবাহর বাবা মোসলেম উদ্দিন (৬৫), মা সালমা বেগম (৫০) বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে

গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে গেন্ডারিয়ার হরিচরণ রোডের একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে। এতে বাবা, মা ও ছেলে দগ্ধ হন।

স্বজনেরা জানান, গেন্ডারিয়ার ওই বাসার দ্বিতীয় তলায় থাকতেন তারা। বাসার পাশেই বিদ্যুতের ট্রান্সফরমার ছিল। বৃহস্পতিবার মধ্যরাতে ট্রান্সফরমারের একটি বিস্ফোরণ ঘটে। এতে বাসাটিতে আগুন লেগে যায়। পরে আগুন ছড়িয়ে পড়লে পরিবারের ৩ সদস্য দগ্ধ হন। এরপর শুক্রবার ভোরে তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার তখন জানান, মোসলেম উদ্দিনের শরীরের ৯০ শতাংশ, সালমার ৫৫ শতাংশ ও মেজবাহর ১০০ শতাংশই পুড়ে গিয়েছিল।

/আরএইচ

Exit mobile version