Site icon Jamuna Television

বুন্দেসলিগার মৌসুম শুরু হচ্ছে আজ

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের তিনটি— ইংলিশ প্রিমিয়ার লিগ, ফরাসি লিগ ওয়ান ও স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম শুরু হয়েছে আরও আগেই। বাকি ছিল শুধু জার্মান বুন্দেসলিগা ও ইতালিয়ান সিরিআ। আজ শুক্রবার (২২ আগস্ট) পর্দা উঠবে বুন্দেসলিগার। নতুন এ মৌসুমের শুরু হবে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের ম্যাচ দিয়ে।

বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ১২টায় নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় আরবি লাইপজিগকে আতিথ্য দেবে বাভারিয়ানরা। গেল সপ্তাহে জার্মান সুপারকাপ ও সবশেষ মৌসুমে লিগ শিরোপা জেতায় মূলত আত্মবিশ্বাসে ভরপুর ভিনসেন্ট কোম্পানির দল।

অপরদিকে, নতুন উদ্যমে এই মৌসুমের যাত্রা করতে চায় লাইপজিগ। গত মৌসুমে ৭ নম্বরে থেকে লিগ শেষ করেছিল তারা, যা ছিল প্রায় এক দশকের মধ্যে তাদের সবচেয়ে বাজে পারফরম্যান্স। নতুন কোচ ওলে ভার্নারের অধীনে দলে কিছু পরিবর্তন এসেছে। বেঞ্জামিন শেশকোর মতো তারকা ম্যানচেস্টার ইউনাইটেডে চলে গেছেন এবং নেদারল্যান্ডসের ফরোয়ার্ড জাভি সিমন্সের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে।

বায়ার্নের অধিনায়ক হ্যারি কেইন ফিট এবং আক্রমণভাগের নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। আর রাইট ব্যাক কনরাড লাইমারও খেলতে পারেন তার সাবেক ক্লাবের বিপক্ষে। তবে এই ম্যাচে বায়ার্ন পাচ্ছে না তরুণ মিডফিল্ডার টম বিশফকে, সম্প্রতি যার অ্যাপেন্ডিসাইটিস সার্জারি হয়েছে।

অন্যদিকে লাইপজিগ তুলনামূলকভাবে স্থিতিশীল স্কোয়াড নিয়ে নামছে, তবে প্রতিপক্ষের মতো গভীরতা ও প্রমাণিত তারকা শক্তি তাদের নেই। পরিসংখ্যানের দিক থেকে বায়ার্নই এই ম্যাচে স্পষ্টভাবে এগিয়ে। সাম্প্রতিক সময়ে বেশিরভাগ ম্যাচেই জয় পেয়েছে তারা।

উল্লেখ্য, গত ১৩ মৌসুমের রেকর্ড ঘাটলে দেখা যায় লিগ আসরের প্রথম ম্যাচে কখনো হারেনি বায়ার্ন। তবে লাইপজিগ চমক দেখাতে সক্ষম। গত মৌসুমে সুপারকাপে তারা বায়ার্নকে হারিয়েছিল এবং তাদের দলে এমন খেলোয়াড় আছে, যারা প্রতিপক্ষের রক্ষণভাগের দুর্বলতা কাজে লাগাতে পারে। এখন দেখার বিষয় মিউনিখে সিজনের উদ্বোধনী ম্যাচ কতটা চমক নিয়ে আসে ফুটবল ভক্ত-সমর্থকদের কাছে।

/এমএইচআর

Exit mobile version