Site icon Jamuna Television

ইউরেনাসের কক্ষপথে নতুন চাঁদের সন্ধান নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)-র তথ্য অনুযায়ী, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাহায্যে ইউরেনাস গ্রহের কক্ষপথে অজানা চাঁদের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কারের ফলে বরফময় এই গ্রহের চাঁদের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯টিতে—এবং ধারণা করা হচ্ছে, এখনও আরও অনেক চাঁদ আবিষ্কারের অপেক্ষায় রয়েছে।

গত ২ ফেব্রুয়ারি, ওয়েব টেলিস্কোপের ইনফ্রারেড ক্যামেরা দিয়ে তোলা ৪০ মিনিট ধরে তোলা ছবিগুলোর মাধ্যমে এই চাঁদটির অস্তিত্ব ধরা পড়ে।

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের সাউথওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউটের সৌরজগত গবেষণা বিভাগের প্রধান বিজ্ঞানী মেরিয়াম এল মৌতামিদ বলেন,

‘এটি একটি ছোট চাঁদ, তবে একটি তাৎপর্যপূর্ণ আবিষ্কার। এমনকি ৪০ বছর আগে ইউরেনাসের পাশ দিয়ে প্রদক্ষিণের সময় নাসার ভয়েজার ২ মহাকাশযানও প্রথমে এটি দেখতে পারেনি।’

মূলত, চাঁদটির আকার খুবই ছোট—মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল) ব্যাসার্ধ বিশিষ্ট। ইউরেনাসের আভাময় বলয় এবং চাঁদটির ক্ষুদ্রতা হয়তো এটিকে ভয়েজার ২ বা হাবলের মতো টেলিস্কোপের চোখ থেকে আড়াল করে রেখেছিল বলে দাবি নাসার বিজ্ঞানীদের।

বিজ্ঞানী মৌতামিদের মতে, নতুন আবিষ্কৃত এই চাঁদ এবং ইউরেনাসের বলয়ের কিছু উপাদান একই উৎস থেকে উদ্ভূত হতে পারে—সম্ভবত কোনও প্রাচীন মহাজাগতিক সংঘর্ষ থেকে। এটি ইউরেনাসের বলয় গঠনের ইতিহাস ও গঠন বোঝার জন্য গুরুত্বপূর্ণ সূত্র দিতে পারে।

চাঁদটির অস্থায়ী নাম রাখা হয়েছে ‘এস০২০২৫-ইউ-১’। ইউরেনাসের অভ্যন্তরীণ বলয়ের মাঝে প্রায় ৫৬,০০০ কিলোমিটার দূরত্বে, ওফেলিয়া এবং বিয়াঙ্কা নামক ছোট দুই চাঁদের মাঝামাঝি যায়গায় অবস্থান করছে চাঁদটি।

সূত্র: সিএনএন নিউজ, নাসা ওয়েবসাইট।

/এআই

Exit mobile version