Site icon Jamuna Television

নারায়ণগঞ্জে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৯, ভর্তি জাতীয় বার্নে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। আহত ৮জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বাকি একজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার (২২ আগস্ট) সকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল মুড়ির ফ্যাক্টরি এলাকায় এই ঘটনা হয়।

দগ্ধরা হলেন, তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫), তাদের সন্তান তিশা (১৭) ও আরাফাত (১৫), হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২), তাদের সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪) ও ইমাম উদ্দিন (১ মাস)। আসমা ও সালমা দুই বোন। তাদের মা তাহেরা খাতুনও (৬০) দগ্ধ হয়েছেন।

আহতদের মধ্য এক জন ৫০ শতাংশের বেশি দগ্ধ এবং ৪০ শতাংশ দগ্ধ হয়েছে আরও ৪ জন। ওই পরিবারের শিশুর সংখ্যা ছিল ৫ জন। যার মধ্যে সবচেয়ে কম বয়সী শিশু ইমাম উদ্দিন দগ্ধ হয়েছে ৩০ শতাংশ।

স্থানীয়রা জানায়, স্বামী-সন্তান নিয়ে পাশাপাশি রুমে ভাড়া থাকতেন দুই বোন আসমা ও সালমা। রাত সাড়ে তিনটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে বিস্ফোরন হয় ফ্রিজের কম্প্রেসার। চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে আহতদের উদ্ধার করে।

/এসআইএন

Exit mobile version