Site icon Jamuna Television

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে এটি অনুষ্ঠিত হবে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

১৯৯৪ সালে সবশেষ বিশ্বকাপ আয়োজন করেছিলো যুক্তরাষ্ট্র। সেবার ড্র অনুষ্ঠিত হয়েছিলো লাস ভেগাসে, ধারণা করা হচ্ছিলো এবারের বিশ্বকাপের ড্র হবে সেখানেই। তবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ড্র ভেন্যু হিসেবে ঘোষণা করলেন ওয়াশিংটন ডিসির নাম।

ড্র অনুষ্ঠানের ঘোষণায় হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন ইনফান্তিনোও। তিনি জানান, এই ড্র অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে সারা বিশ্বে এবং একসঙ্গে এক বিলিয়ন মানুষ এটি উপভোগ করবেন।

ড্র অনুযায়ী, ৪৮ দলকে ভাগ করা হবে ১২টি গ্রুপে। প্রতিটি গ্রুপ থেকে প্রথম দুই দল এবং সেরা আট তৃতীয় দল যাবে নকআউট পর্বে।

২০২৬ বিশ্বকাপ যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকতে অনুষ্ঠিত হবে। এটি হবে ৪৮ দলের প্রথম বিশ্বকাপ। যেখানে হবে মোট ১০৪টি ম্যাচ।

উল্লেখ্য, বিশ্বকাপে কানাডা এবং মেক্সিকোতে হবে ১৩টি করে ম্যাচ। টুর্নামেন্টের বাকি সব ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে। ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হবে ১৯ জুলাই, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

/এমএইচআর

Exit mobile version