Site icon Jamuna Television

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, শনিবার সকালে সাতক্ষীরা থেকে বাসটি ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে পোনা এলাকায় পৌঁছালে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। পরে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন।

পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। তাদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/আরএইচ

Exit mobile version