Site icon Jamuna Television

মার্কিন শুল্ক ইস্যুতে উভয়পক্ষই লাভবান হয়েছে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মার্কিন শুল্ক ইস্যুতে উভয়পক্ষই লাভবান হয়েছে। বাংলাদেশ তার বাণিজ্যিক সুবিধা ধরে রাখতে পেরেছে। দেশের রফতানি বাজার বাড়ছে এবং আগামীতে আরও বাড়বে।

শনিবার (২৩ আগস্ট) সকালে ‘ট্রাম্প টারিফ’ বিষয়ক এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি।

প্রেস সচিব বলেন, মার্কিন শুল্ক ইস্যুতে অনেকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছেন। কিন্তু তাতে তারা সফল হয়নি। আমরা যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে চাই। ইতোমধ্যে ক্রয় আদেশও বাড়তে শুরু করেছে।

আলোচকরা বলেন, জাপান, কোরিয়া, ইউরোপের সাথে বাণিজ্য সম্পর্ক জোরদারে খেয়াল রাখতে হবে। মার্কিন শুল্ক হার আরও কমিয়ে আনার বিষয়ে চেষ্টা অব্যাহত রাখার তাগিদও দেন তারা।

প্রসঙ্গত, প্রথমে বাংলাদেশের থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিল মার্কিন প্রশাসন। সবশেষ গত ৩১ জুলাই সেই শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করে যুক্তরাষ্ট্র।

/আরএইচ

Exit mobile version